Romantic Love Shayari Bengali: In the world of poetry and expression, Romantic Bengali Love Shayari holds a special place in the hearts of literature enthusiasts and lovers alike.
The rich cultural heritage and profound emotions encapsulated within these verses have captivated people for centuries.
This article delves into the magical realm of Romantic Bengali Love Shayari, exploring its history, significance, and the indelible impact it has on those who cherish the beauty of language and emotions.
Whether you’re a native Bengali speaker, a passionate admirer of poetry, or simply looking for the perfect words to express your feelings to a special someone, Romantic Bengali Love Shayari is sure to enchant and inspire.
Love Shayari Bengali
Let these mesmerizing lines weave a spell of love and affection as you immerse yourself in the exquisite world of Romantic Bengali Love Shayari.
Love Shayari in Bengali, Sad Love Shayari, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla.
যদি কখনো মনে পড়ে, দিও একবার দেখা
তোমায় আমি আগলে রাখবো ছেড়ে যাবো না একা
যদি কখনো ভালোবাসো, একবার বলে দাও
ভালোবেসে আমার মনটা নিয়ে নাও
মন পাখি একা একা কাঁদে সারাবেলা
মন পাখির মন নিয়ে করে সবাই খেলা
মন পাখির মন হারিয়ে, হয়ে গেছে একা
মন পাখির মনের জানালায় দিলো না কেউ দেখা
দিন যায়, দিন আসে, সময় বদলে যায়
অবুঝ পাখি বসে থা কে পুরোনো দিনের আসায়
সময়ের স্রোতে ভেসে যায় কতো স্বপ্ন কতো আসা
পাখির মন ভুলতে পারেনা পুরোনো দিনের ভালোবাসা
এই পৃথিবীতে আমি কি শুধু একা
যাকে আপন করে নিতে চাই
সেই ভুল বুঝে চলে যায়
আমায় দেয়না কেউ দেখা
জানি সবাই বদলে গেলেও তুমি কখনো বদলে যাবে না
জানি সবাই ভুল বুঝলেও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না
এতোটা বিশ্বাস করতাম আমি তোমাকে
তবে কেনো ভুল বুঝে ছেরে গেলে আমাকে
আজকের নতুন জীবনে সব কিছুই নতুন
পুরোনো সব স্মৃতি ভুলে গেছি
আজ ভুলে গেছি তোমাকে
খুঁজে পেয়েছি নতুন করে নিজেকে
সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়
আজ আমিও পাল্টে গেছি
সময় সবাই কে পাল্টে যেতে বাধ্য করে
আজ সময় আমাকেও বাধ্য করেছে নিজেকে পাল্টাতে
তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো
নাকি এটা তোমার অভিনয়
তুমি কি সত্যি আমাকে কোনো দিনো ভালোবেসেছিলে
নাকি মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ছিলে
জীবন টা আমারই আছে
মনটা শুধু তোমার হয়ে গিয়েছিল
মনকে কি করে বোঝাবো
মন আজও তোমাকেই চায়
আজ জানিনা তুমি কোথায় আছো
চাইলেও হয়তো তোমাকে খুঁজে পাবো না
যেখানেই থাকো না কেনো খুশি থাকো
আর কোনো দিন তোমার কাছে যাবো না
জীবনে সুযোগ তারাই পায়
যারা সুযোগ এর মানেটা বোঝে
তারা কি করে সুযোগ পাবে
যারা সুযোগ এর মানেটাই বোঝে না
কে বলেছে ছেলেরা কাঁদে না
কে বলেছে ছেলেরা কষ্ট পায় না
মানুষ বলতেই সবার কষ্ট হয়
সেই কষ্টে সবাই কাঁদে
আমিও তো একটা মানুষ
আমার কি ভুল ছিলো একবার আমায় বলবে
যার জন্য এতো বড়ো শাস্তি দিচ্ছ আমাকে
আজ ও তুমি চিনতে পারলে না নিজেকে
তবে আমাকে তুমি কি করে চিনবে
আজ আর মনে পড়ে না তোমার ওই কথা
আজ জীবনে খুশি আছি, ভুলে পুরোনো সব ব্যাথা
আর কোনো দিন ফিরে যাবো না পুরোনো সেই জীবনে
নতুন করে চিনতে পেরেছি আজ আমি নিজেকে
Also Visit : Lyrics in Marathi
বিশ্বাস তো শুধু তাকেই করা যায়
যে বিশ্বাস এর যোগ্য হয়
তাকে কি করে বিশ্বাস করবো
যে বিশ্বাস এর যোগ্যই নয়
রোমান্টিক ভালোবাসার শায়ারি
Love Shayari in Bengali, Sad Love Shayari, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla.
ও আমার মন পাখি
দিয়ে তুমি আমাকে ফাঁকি
চলেছো কোনখানে
ফেলে মোরে দুটানে
মনে ছিলো কতো সপ্ন, ছিলো কতো আসা
সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা
স্বপ্ন আজ ভেঙ্গে গেছে, নেই কোনো আসা
সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা
চলে গেলে চলে যাবে
পিছু পিছু ডাকবো না
কথা যদি না বলো
মনে আর রাখবো না
কাচ চক চক করলেই হিরে হয় না
মিথ্যে ভালোবাসা বেশি দিন রায়না
যেদিন বুঝবে তুমি
আমাকে কাছে আর পাবে না
সেদিন খুঁজে পেতে চাইলেও
আমাকে আর খুঁজে পাবে না
কিছু ফুল সকালে ফোটে বিকেলে ঝরে যায়
কিছু ভালোবাসা এমন ভাবেই মরে যায়
কিছু মানুষ খুব চেনা হয়েও
সময়ের সাথে সাথে অচেনা হয়ে যায়
আজ আর মনে পারে না
পুরোনো সেই দিনের কথা
ভুলেও গেছি আজ
পুরোনো দিনের সেই সকল ব্যাথা
আজ আর চাইবো না
ফিরে পেতে পুরোনো সেই দিন গুলো
আজকের এই গোছানো জীবন টাকে
করবো না কারো জন্য এলো মেলো
একদিন আমাকে বুঝবে তুমি
সেদিন আর আমি থাকবো না
একদিন আমাকে খুঁজবে তুমি
সেদিন আর আমাকে কাছে পাবে না
যেতে চেয়েছো যেতে দিয়েছি
পেছন ফিরে ডাকিনি
একটা কথা জানতে চাইছি
তুমি কি আমাকে কোনো দিনো ভালোবাসনি
আমার এই প্রেমের কথা
বলে যাই একা একা
ভুল বুঝে চলে গেলে
আমাকে রঞ্জনা
সুখে ছিলাম ভালোই ছিলাম
যখন ছিলাম একা
চলে যখন যাবেই তুমি
দিয়েছিলে কেন দেখা
এসেছি একা যাবো একা
কতো দিন কেটে গেলো
পেলাম না তোমার দেখা
এই জীবনের ট্রাফিক জ্যামে
আমি বড়ো একা
দুক্ষের এই জীবনে
দুক্ষ আমার সাথী
দুক্ষকে ভাগ করে নিতে
হলো না কেউ রাজি
ভাবতে তোমার কথা
পেয়েছি কতো ব্যাথা
মনেতে ছিলো আমার
কতো যে জন্তানা
সাগরে কতো জল
কোরেছো কতো ছল
ভুলতেও পারবোনা
ক্ষমাও কোরবো না
ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না
চোলে তো গেলে তুমি
দিয়ে মোরে জন্তানা
Romantic Shayari Bengali Love
Love Shayari in Bengali, Sad Love Shayari Bengali, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla.
একটু কাছে আসবো, একটু পাশে বসবো
তোমার চোখে চোখ রাখবো
এভাবেই সারাজীবন তোমার দিকে তাকিয়ে থাকবো
আর একটু আদর করে তোমাকে ভালোবাসবো
হৃদয়ে লিখেছি আমি শুধু একটা নাম
যেই নামতে জড়িয়ে আছে আমার এই প্রাণ
হৃদয়ের এই নাম কোনো দিনো মুছবে না
আমাদের ভালোবাসা কোনো দিনো ঘুচবে না
আজ আমরা অনেক মজা করবো
একটু কাছে এসে একটু আদর করবো
আলগা করে তোমার হাতটা ধরবো
আর বলবো, I Love You
ভালো লাগে তোমার ওই মিষ্টি হাসি
তোমার হাসির জন্য আমি চেয়ে থাকি
ভালো লাগে তোমার ওই কাজল কালো চোখ
যখন তাকাই, ভুলে যাই আমার সকল শোক-দোখ
তোমার মনের কথা আজ আমাকে খুলে বলো
আমার হাতটা ধরে সামনের পথে এগিয়ে চলো
পেছন ফিরে আর আমরা দেখবো না
কোনো বিপদের পরোয়া আমরা করবো না
আমি তোমাকে খুব ভালোবাসি
এখনো শুধু তোমারই আছি
সারাজীবন তোমারই থাকবো
এভাবেই তোমাকে ভালোবাসবো
গোলাপ ফুল দিবো আমি তোমার হাতে
কাটাবো সারাদিন এক সাথে
আজ বসে বসে তোমার হাতের রেখা গুনবো
আমি বসে বসে তোমার সকল কথা শুনবো
এই মন আজ তোমায় দিলাম
তোমার ওই মন আমি নিয়ে নিলাম
যত্ন করে রেখো আমার এই মন
আমিও আগলে রাখবো তোমার ওই মন
আজ মনটা লাগছে খুব উরু উরু
দিনটা আজ হয়েছে ভালো শুরু
আজকের শুভ দিনে তোমাকে কাছে পাবো
সারাটা দিন একসাথে হাতে হাত রেখে কাটাবো
হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে
সব কথা মুখে বলে দেওয়া যায়না
হাজার কথার মাঝে ওই একটা কথা বুঝে নিতে হয়
এসে ছিলাম অনেক আশা নিয়ে
ফিরবো অনেক ভালোবাসা নিয়ে
আবার ফিরে আসবো তোমার কাছে
থাকবো সারাজীবন তোমার পাশে পাশে
যদি এটা সামান্য তবু গ্রহণ করো আমার এই ফুল
সারাজীবন পাশে থাকবো, বুঝবো না তোমায় কখোনো ভুল
শক্ত করে তোমার হাতটা ধরে ধরে রাখবো
এভাবেই সারাজীবন তোমাকে আগলে রাখবো
আজ একটা কথা তোমাকে খুব বলতে ইচ্ছে করছে
কি করে তোমায় বলবো বুঝতে পারছি না
আমি সারাজীবন তোমার সাথেই থাকবো
আমি সারাজীবন শুধু তোমাকেই ভালোবাসবো
আজ মন চাইছে তোমার কাছে ছুটে যেতে
আজ মন চাইছে তোমাকে কাছে পেতে
জানিনা আবার কবে দেখা হবে
দূরে থেকেও আমাদের ভালোবাসা অমর হয়ে রবে
ভালোবেসে করিনি কোনো ভুল
তোমায় দিবো আজকে গোলাপ ফুল
ফুলের মতো সুন্দর তোমার ওই মন
আগলে রাখবো আমি সারাক্ষন
Bengali Shayari for Girlfriend/GF
Love Shayari in Bengali, Sad Love Shayari Bengali, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla.
খুঁজে কোথায় পাবো আমি সুখের সীমানা
হারিয়ে আজ ফেলেছি আমি মনের ঠিকানা
যদি আমায় বলো তোমায় ভালোবাসবো
সব কিছু ছেড়ে ছুরে তোমার কাছে আসবো
আমার ভালোবাসা সেদিন পুর্ণ হবে
যেদিন তুমি আমার হাতটা ধরবে আর বলবে,
তোমায় অনেক ভালোবাসি
সারাটা জিবন আমি শুধু তোমার পাশে আছি
দুঃখ যতই আসুক না কেনো,
রাখবো তোমায় মুখে হাসি
তুমি হয়তো জাননা বন্ধু
তোমায় আমি কতো ভালোবাসি
যদি তুমি হতে চাও আমার আপন
থাকবো পাশে সারাজীবন
যদি কখনো না ভাঙো আমার মন
তোমাকে করে নিবো আমার জিবন
জানিনা আমার কি হলো
লাগছেনা কিছুই ভালো
বারবার তোমার কথা মনে পরে
এই মন তোমাকে খুব মিস করে
কান্না সবার জন্য আসে না
এই মন সবাইকে ভালোবাসেনা
কান্না শুধু তার জন্যই পায়
যাকে এই মন কাছে পেতে চায়
কি করে ভুলবো আমি তোরে
দিন রাত শুধুই যে তোর কথা মনে পরে
কেনো বুঝিস না তুই যে আছিস আমার মন জুড়ে
একটু হলেও ভালবাসতে পারিস আমারে
তোর মনের পাশে অল্প একটু আমার জায়গা রাখবি
আমার বুকের মাঝে সারাজীবন তুই যে থাকবি
তোর জায়গার ভাগটা কেউ কোনোদিন পাবেনা
তুই ছাড়া অন্য কেউ এই মনেতে থাকবেনা
পারবেনা ভুলতে তোমায় আমার এই মন
আছো তুমি বুকের মাঝে, তুমি আমার জীবন
স্বপ্ন দেখি গভীর রাতে
তুমি আছো আমার পাশে
হঠাৎ যখন ঘুমটা ভাঙ্গে
চোখ খুলে দেখি তুমি নেই পাশে
Sad Bangla Shayari Text
Love Shayari in Bengali, Sad Love Shayari text in Bengali, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla.
পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা…
সবার নেই।
যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?
মাঝে মাঝে সম্পর্ক এমন
হয়ে যায়,
যাতে দূরে গেলেও কষ্ট হয়।
আর পাশে থাকলেও কষ্ট হয়।
যে জীবনে সপ্ন দেখার
আগেই সপ্ন ভেঙ্গে যায়।
আশা করার আগেই
সব নিরাশা হয়ে যায়।
থমকে যায় জীবনের সব গতি।
কি করে টানবো বলো
জীবনের এই ইতি।
যারা ধোঁকা দেয়
তারা খুব চালাক।
কিন্তু, যারা ধোঁকা খায়,
তারা বোকা হলেও
বিশ্বাসী
এই শহরে ঘুরতে থাকা
প্রতিটা মানুষ জীবিত নয়!!
কারো কারো আত্মার মৃত্যু
হয়েছে অনেক আগেই
কষ্ট গুলো বুকে নিয়ে
কেঁদেছি কতো রাত।
একবিন্দু সুখ নিয়ে
বারায়নি কেউ হাত।
সার্থের টানে দূরে আজ,
আপন ছিলো যতো।
আজো আমি বড়ো একা
সেই দিনের মত।
এই পৃথিবীতে যারা যত
বেশি কষ্ট দিতে জানে।
তারাই পৃথিবীতে ততো
বেশি ভালো থাকে।
আজব পৃথীবি!
নিজের থেকে ও বেশি
ভালোবেসে ছিলাম যারে।
অনেক দূরে চলে গেলো সে,
দূঃখ দিয়ে মোরে।
হাজার নদীর জল দিয়া
আমার দুটি চোখে।
অনেক সুখে ঘুমায় প্রিয়া
নতুন সাথীর বুকে।
বেইমান কখনো অপরিচিত
মানুষজন হয় না!!
নিজের খুব পরিচিত কাছের
মানুষ গুলোই বেইমান হয়।
রাগ আর তুফান, দুটোই এক
শান্ত হলে বোঝা যায়
কতটা ক্ষতি হয়েছে
সম্পর্ক যত এগোতে থাকে,
ততই ফুরিয়ে যায় কথা।
এক সময়ে এসে থেকে যায়
শুধু নীরবতা।
সুখে ছিলাম ভালোই ছিলাম,
যখন ছিলাম একা।
চলে যখন যাবেই তুমি,
দিয়ে ছিলে কেন দেখা।
চলে গেলে চলে যাবে
পিছু আর ডাকবো না।
কথা যদি না বলো
মনে আর রাখবো না।
যেতে চেয়েছো যেতে দিয়েছি,
পিছন ফিরে ডাকিনি।
একটা কথা জানতে চাইছি,
তুমি কি আমাকে কোনো দিনও
সত্যিকারের ভালোবাসোনি।
আজ আর মনে পরে না
পুরানো সেই দিনের কথা।
ভুলেও গেছি আজ পুরোনো
দিনের সেই সকল ব্যাথা।
কারো মনে আঘাত দিও না,
সুখী হতে পারবে না।
ভালবাসতে না পারলে
অভিনয় করো না।
মনে রেখো কারো চোখের জল
তোমার জীবনে অভিশাপ
হয়ে ঝরতে পারে।
সময়ের সাথে সাথে যদি
ভালোবাসা কমে যায়,
বুঝে নিও এটা কখনো
ভালোবাসা ছিলো না।
এটা ছিলো সময়ের প্রয়োজনে
একটু ভালো লাগা।
In conclusion, Romantic Bengali Love Shayari has the power to evoke a plethora of emotions, allowing you to express your deepest feelings and connect with your loved one on a whole new level.
Whether you’re looking for the perfect words to express your adoration, longing, or passion, Romantic Bengali Love Shayari offers an enchanting blend of tradition, culture, and poetic beauty that can truly capture the essence of love.
By sharing these exquisite lines, you can deepen the bond between you and your partner, as you both revel in the magic of this timeless form of romantic expression. As you explore the world of Romantic Bengali Love Shayari, you’ll discover an endless source of inspiration for your own expressions of love.
These mesmerizing Verses, with their unique blend of passion, emotion, and lyricism, have the power to touch the hearts of both the speaker and the listener, creating unforgettable moments that will be cherished forever.
So, don’t hesitate to immerse yourself in the enchanting realm of Romantic Bengali Love Shayari, and allow the beauty of these words to bring you and your loved one closer than ever before.
Tags: Love Shayari in Bengali, Sad Love Shayari Bengali, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla.