Islamic Quotes in Bangla

Bangla Islamic Quotes : পবিত্র কুরআন ও হাদিস থেকে সংগৃহীত ইসলামিক বাণী আমাদের জীবনে সঠিক পথে চলার প্রেরণা জোগায়। চলুন, এই মহামূল্যবান কথাগুলি জানি এবং মানি।

Islamic Quotes in Bangla

নবীকে ভালোবাসা হলো আল্লাহর ইবাদতের মতো পবিত্র, আমাদের এই বন্ধন চিরস্থায়ী হোক।

আল্লাহ পরম দয়াময়, দয়াময়দের মধ্যে সবচেয়ে দয়ালু।

এই দুনিয়াতে স্থায়ী কোন কামিয়াবী নেই, চিরস্থায়ী সফলতা হচ্ছে পরকালের উপহার জান্নাত।

এই পৃথিবীতে করা ভালো আমল গুলো, আপনার আখিরাতকে সাজিয়ে দিবে ।

প্রতিটি মুহূর্ত কাজে লাগাও এবং অযথা সময় নষ্ট করো না, অপচয়কারী শয়তানের ভাই।

কি হবে পৃথিবীতে এত সম্পদ জমিয়ে সাথে যাবে শুধু আমল ।

আলহামদুলিল্লাহ! আমরা কতই না ভাগ্যবান, ইসলাম আমাদের ধর্ম
এবং ইতিহাসে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা।

সমাজের দুঃখ-কষ্ট দূর করতে কাজ করো। একে অপরের সাহায্য করলেই সমাজে শান্তি আসবে।

নবী বলেন, রাতের দুই রাকাত নামাজ দুনিয়ার সবকিছু থেকে উত্তম।
তা আদায় করা কষ্টকর না হলে আমি তা উম্মতের উপর ফরজ করে দিতাম।

নামাজের চাইতে শান্তির আর কল্যাণের কাজ এই পৃথিবীতে নেই ।

আমরা মানুষ কতই না বোকা, দুনিয়ার লাভের আশায় পরকালের সুখ থেকে বঞ্চিত হই।

আমাদের সকল কাজের মোটিভেশন হবে একটাই, আল্লাহর পথে কামিয়াবী লাভ।

আল্লাহ তাদের কর্ম সম্পর্কে অবহিত।

হে মুসলমান! জ্ঞান অর্জন করো। জ্ঞানের কোনো সীমা নেই।

আলহামদুলিল্লাহ! রোজাদার ব্যক্তি রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ভিতরে প্রবেশ করবে।

পাপাচার চারথেকে যে নিজেকে দূরে রাখে, দুনিয়া এবং
আখেরাতে উভয় জগতে সে কামিয়াবি লাভ করবে ।

দিয়া করি আমাদের এই ঈমানী বন্ধন মৃত্যুর পরেও অটুট যেন থাকে।

সুবহানাল্লাহ! আমরা মনে প্রানে যা চাই, মহান আল্লাহ্‌ আমাদের তাই উপহার দেন।

এই দুনিয়ার সেরা ধনীর সাহায্যের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ্‌র দরজা বন্ধ হবে না কোনোদিন।

কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান,
সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।

রাসূল (সাঃ) এর বাণী হল হাদীস, এটি কুরআনের আলোকে জীবনের চলার সকল পথ দেখিয়ে দেয়।

প্রিয়, তোমার সাথে বুড়ো হওয়ার অপেক্ষায় আছি, একসাথে জান্নাতের দুয়ারে পৌঁছাব।

এক ব্যক্তি রাসুল (স:) কে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে
আমি সুন্দর ভাবে জীবন কাটাতে পারি। কিন্তু এমন কঠিন কিছু নয়,
যা আমি ভুলে যেতে পারি। রাসুল (স:) বল্লেন: রাগ করো না। – আল হাদিস

যে ব্যক্তি অহংকারে তার জামা উঁচু করে চলে, কিয়ামতের দিন আল্লাহ (আল্লাহ সুবহানাল্লাহু তাআলা) তাকে উঁচু করবেন না। (মুসলিম)

দুনিয়াতে ধর্মের পরিবার থাকতে, আল্লাহ্‌ তায়ালা আমাদের মুসলিম ঘরে পাঠিয়েছেন।
তাই আলহামদুলিল্লাহ্‌ ।

কঠিন বিপদে অথবা সফলতায়, যেকোন অবস্থায় আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ্‌!
বলাই হলো খাঁটি মুমিনের অন্যতম গুণাবলী।

বান্দা যখন নামাজে দাড়ায় তখন আল্লাহর রহমত তার দিকে রুজু হয়।

আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং তিনিই সর্বশ্রেষ্ঠ পরিচালক।

আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত কিন্তু নিশ্চিত মৃত্যু নিয়ে ততটা চিন্তা করি না।

আল্লাহ বান্দা সবাই সমান, ধনী গরীব সমাজের তৈরি।

সবকিছুরই যেমন সদকা আছে, তেমন আমাদের দেহের সদকা হলো সিয়াম।

আল্লাহর (আল্লাহ সুবহানাল্লাহু তাআলা) কাছে সবচেয়ে ভালোবাসার
কাজ হলো ফরজ ইবাদত সম্পূর্ণ করা। (বুখারি ও মুসলিম)

আজকের দুনিয়াতে ঈমান ধরে রাখা, সবচেয়ে কষ্টের কাজ।

আল্লাহর উপর ভরসা করুন, আর তিনিই সকল বিষয়ের একমাত্র কর্তা।

আপনার মনে কি শান্তি নেই ? তাহলে নামাজে গভীর আল্লাহ্‌কে স্মরণ
করুন, মনে শান্তি ফিরে আসবে।

কিসের তোষক আর এসি রুম। এই দুনিয়ার সর্বাপেক্ষা শান্তির জায়গা হলো, আল্লাহর ঘর মসজিদ।

প্রকৃত ঈমানদারের হাত ও মুখ থেকে সবাই নিরাপদ।

তাই আমাদের উচিত পরিশ্রমের মাধ্যমে আল্লাহর রহমতে সফলতা অর্জন করা।

কেউ কিছু চেয়ে খালি হাতে ফেরে না যার কাছ থেকে, তিনি হলেন দয়াময় আল্লাহ্‌ ।

আল্লাহ আমাদের শিরকের হাত থেকে রক্ষা করুন।

সেই তো প্রকৃত মুসলমান, যে আল্লাহর নির্দেশাবলী মেনে চলে
এবং অন্যকে মানতে উৎসাহিত করে।

যে ব্যক্তি, ফজরের নামাজ পড়তে যায় তার হাতে থাকে ঈমানের পতাকা।

শিশুরা যেমন কেঁদে কেঁদে সবকিছু আদায় করে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ
আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।

মনে রাখবেন: যেখানে আমাদের চেষ্টার শেষ, সেখানেই আল্লাহ্‌র গায়েবী সাহায্য শুরু।

হে মুসলমান যুবক, তোমরা নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করো।
জ্ঞানের ক্ষেত্রে অবদান রেখে ইসলামী ঐতিহ্যকে সমৃদ্ধ করো।

হে নারী সাবধান, ইন্টারনেটে তোমাকে শিকারের শিখারীর অভাব নেই।

আমাদের ইলম অর্জন করতে, কেননা জ্ঞানই আমাদের মূর্খতার পথ থেকে আলোর পথে নিয়ে আসে।

মধ্য রাতের নামাজ শ্রেষ্ঠতর নামাজ, কিন্তু কমসংখ্যক লোকই তা আদায় করে থাকে।

ইসলামিক বাণী

একজন মুসলিম যদি গাছ লাগায়, অথবা জমি চাষ করে –
যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে – তাহলে সে একটি সদকা করল – মুসলিম

আসুন ফিরে আসি কল্যাণের পথে, ফিরে আসি ইসলামের পথে।

মুমিনের প্রেমের সুর হবে জান্নাতের তানবুরা, যে সুর সারা জান্নাত মুখরিত করে রাখবে।

জান্নাতের ফেরেশতারাও ঈর্ষান্বিত হবে আমাদের ঐশ্বর্য দেখে,
কারণ আমাদের আছে আল্লাহর প্রতি ভালোবাসা।

যদি বিশ্বাস ও জ্ঞান একসাথে থাকে, সফলতা আসবে ইনশাল্লাহ।

আপনি মুসলিম! মুখে নয় আপনার কর্মের মাধ্যমে ফুটে উঠুক।

মানব জীবনের সম্পূর্ণ জীবন বিধান, একটাই হল, আল কুরআন।

আল্লাহর রহমতে হলে সব কিছুতেই পাই বরকত।

হারানো সম্পদ পেলে মানুষ যেমন খুশি হয়, আল্লাহর বান্দা দিনের
পথে ফিরে আসলে, তেমনি আল্লাহ খুশি হয়।

আল্লাহ আমাদের সবাইকে, পরবর্তী শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।

যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে – মুসলিম

আল্লাহ্‌র উপর ভরসা করলে, তিনি কাওকেই হতাশ করেন না, সবকিছু দিয়ে দেন।

দুনিয়ার অশান্তি থেকে প্রকৃত শান্তি দেয় নামাজ।

দুনিয়াতে কঠিন মেহনত ছাড়া কিছুই অর্জন করা যায় না।

পাপ যতই বেশি হোক, মনে রাখবেন: আল্লাহ্‌ মাফ করে দিবেন, যদি মন থেকে তওবা করেন।

সবচেয়ে বড়ো জিহাদ হলো নিজের খারাপ ইচ্ছা ও কামনা দমন করা। (তিরমিজি)

রুমি বলেন, আপনি যা চান, সেটা আপনার মাঝেই আছে।
কিন্তু আপনি ভুল জায়গায় খোজ করছেন।

মানুষ কখনও কুৎসিত হতে পারে না, আল্লাহর সকল সৃষ্টি সুন্দর।

দুনিয়া উপভোগের স্থান নয়, বরং পরকালের জন্য আমল করার স্থান।

দু’জন পরস্পর মিলিত হলে একে অপরকে সালাম দিয়ে শুরু করুন। (তিরমিজি)

শরীরের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। সুস্থ শরীরেই সুস্থ মন থাকে,
আর সুস্থ মনে হয় সেরা ইবাদত।

সবচেয়ে উত্তম ঈমান হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করেও তাঁকে এত
বেশি ভালোবাসা, যেন দেখেছ।

হে মুসলমান! মানুষের কাছে চেও না। যিনি দেন, তার কাছেই চাও।

আমাদের নসিব যদিও পূর্ব নির্ধারিত, তথপি দোয়ার মাধ্যমেই নসিবকে পরিবর্তন করা যায় ।

নিশ্চই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো,
গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম – মুসলিম

প্রকৃতি হলো আল্লাহর সৃষ্টি, এটার যত্ন নেওয়া আমাদের কর্তব্য।

তোমার মুখে যেন কোরআনের তিলাওয়াতের সুর শুনি, তুমি হবে আমার স্বপ্নের রানী।

যদি মানুষকে ভালোবাসেন অনেক কষ্ট ও দুঃখ পাবেন, আর
আল্লাহ্‌কে ভালোবাসলে জীবনে পাবেন শান্তি আর সফলতা।

নিজেকে কুৎসিত মনে করা, আল্লাহ্‌ পছন্দ করেন না।
কারণ তিনি যত্ন করে আমাদের উত্তম রূপে বানিয়েছেন ।

মনে রাখবেন: ইসলাম বিজয়ী হবেই হবে। আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া।
কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না, ইসলামকে ছাড়া।

এই দুনিয়ার সবাই দূরে ঠেলে দিলেও, আল্লাহ্‌ কখনই দূরে ঠেলে দিবেন না।

আল্লাহ অদৃশ্য ও দৃশ্যমান সবকিছু জানেন।

যে মানুষ মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে, সে আর যাই হোক, মুসলিম নয়।

আমি শয়তানকে ভয় পাই না, কিন্তু যে মানুষ শয়তানকে ভয় পায়, আমি তাকে ভয় পাই।

যে ব্যক্তি ঈমানের সঙ্গে মারা যায়, সে জান্নাতে যাবে। (বুখারি ও মুসলিম)

হারাম যতই মজার হোক, এখানে অশান্তি আছে। আসল সুখ, হালালে।

ইসলাম বলে, বিশ্ব ভ্রতিত্বের কথা, এমন এক পৃথিবী যেখানে সকল দেশের,
সকল বর্ণের মানুষেরা একে অপরের ভাই ভাই।

সৎপথে উপার্জন আপনাকে যে সফলতা আর শান্তি দিবে,
তা এই পৃথিবীর কেউ দিতে পারবে না।

অন্য মুসলিম ভাইদের জ্ঞান অর্জনে সাহায্য করো।

দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি, একমাত্র নবীর তরিকায় সম্ভব।

মানুষের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারে একমাত্র ইসলামের বানী।

মৃত্যুকে ভয় করো না, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সৎ জীবন যাপন করো।

শুনে রাখুন, “একমাত্র কুরআনই হল মানুষের সেরা পথনির্দেশক। যা রাব্বুল আলামিনের নির্দেশাবলী, যা কিনা মানুষের জীবনকে সুন্দর ও সফল করে তোলে

নিজের জন্য যা পছন্দ করো, তা অন্যের জন্যও তাই পছন্দ করো। (বুখারি ও মুসলিম)

যে ব্যক্তি কোনো মুমিনের কোনো দুনিয়াবি দুঃখ দূর করে দেয়,
আল্লাহ (আল্লাহ সুবহানাল্লাহু তাআলা) তার আখেরাতের
একটা দুঃখ দূর করে দেবেন। (হাদিস)

সাধারণ জীবনেও ইসলামী নীতি মেনে চলো। ছোট ছোট
কাজের মধ্যেও আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করো।

আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না।

নিশ্চয়ই কষ্টের সাথে সাফল্য আসে।

জ্ঞানী ব্যক্তি হচ্ছে সে, যে জ্ঞান অর্জন করে এবং অজ্ঞদের জ্ঞান দেয়। (তিরমিজি)

ভণ্ডামির চূড়ান্ত নমুনা, “নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে।

ইসলামিক বাণী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, ধৈর্য ও প্রেরণা দেয়। এই বাণীগুলি শুধু পড়ার জন্য নয়, বরং আমল করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।